Total Member: 983

নোটিশ (১৪ জুলাই ২০১৭)

প্রাইম ইউনিভার্সিটির সকল স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের গ্র্যাজুয়েটদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী ২১ শে জুলাই (শুক্রবার) ২০১৭ ইং বিকাল ৪টায় প্রাইম ইউনিভার্সিটির মাজার রোডস্থ স্থায়ী ক্যাম্পাসে Prime University Alumni Association (PUAA) সংক্রান্ত জরুরী একটি মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিং-এ উপস্থিত থাকার জন্য Prime University Alumni Association (PUAA)-এ নিবন্ধিত ও নিবন্ধনে আগ্রহী গ্র্যাজুয়েটদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, Mir Shahabuddin স্যার উপস্থিত থেকে তাঁর মূল্যবান মন্তব্য প্রদান করবেন। মিটিংটিতে বেশ কিছু বিষয়ে গুরুত্বর্পূন সিদ্ধান্ত নেয়া হবে। তাই আপনাদের সদয় উপস্থিতি কামনা করা হচ্ছে।

×
Copyright © 2015-2024 Prime University ALUMNI Association. All rights reserved.
Development by Royal Technologies